প্রমিত তালুকদার রুদ্র
সংস্কৃত সাবজেক্টটির পরিচয়
সংস্কৃত একটি প্রাচীন ভাষা। বর্তমানে সংস্কৃত ভাষাভাষী স্থানীয় কোনো জাতি না থাকলেও এর থেকে উৎপন্ন ভাষাসমূহের ক্রমবিকাশ জানতে সংস্কৃতের গুরুত্ব অনেক। গোড়ার দিকে এর কোনো লিখিত রূপ না থাকায় এ ভাষার অনেক ইতিহাস এখনো অজানা রয়ে গেছে।

তবে এটি খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দ থেকে বিভিন্ন ব্রাহ্মী লিপিতে লিখিত হয়ে আসছে। আর সেজন্য প্রাচীন এই ভাষাজ্ঞান আরও বিস্তারিতভাবে লাভের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এই ভাষার উপর উচ্চ শিক্ষা প্রদান করা হচ্ছে। পালি ও সংস্কৃত শিক্ষা বোর্ডে নিবন্ধিত যথাক্রমে ৯৭ ও ১২৯ টি কলেজে পড়ানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সংস্কৃত ভাষা ও সাহিত্য বিষয়টি পড়ানো হয়, ৪ বছর মেয়াদী এই কোর্সে সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয় থেকে বিএ, সম্মান ডিগ্রী প্রদান করা হয়। বাংলাদেশের আরো দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ঢাবি ও রাবিসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় দুইশতাধিক কলেজ রয়েছে যেখানে সংস্কৃত বিষয়টি পড়ানো হয়।
সাবজেক্টটির প্রকৃতি কি?

বিশ্বের প্রাচীন তম ভাষা গুলোর মধ্যে সংস্কৃতের নামই প্রথম দিকে থাকে। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সংস্কৃত ভাষার ক্রমবিকাশ হওয়ায় এর জননী বলা হয় ইন্দো-ইউরোপীয় ভাষাকে।এ ভাষার পরবর্তী ভাষা হলো প্রাকৃত এবং আরও পরবর্তী কালে নব্য ভারতীয় আর্যভাষাসমূহ ( যেমন – উড়িয়া, বাংলা, হিন্দি, মৈথালী, পাঞ্জাবী, রাজস্থানি, গুজরাটী, মারাঠী ইত্যাদি) সমগ্র ভারতীয় উপমহাদেশে প্রচলিত বা কথিত।
সংস্কৃত সাবজেক্টে কি পড়ানো হয়?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগে ৪ বছর মেয়াদে বিভিন্ন কোর্স পড়ানো হয়। এই বিভাগের শিক্ষার্থীদের সংস্কৃত ভাষা ও সাহিত্যের পাশাপাশি ইংরেজী, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, বাংলাদেশ অধ্যয়নসহ আরো অন্য কোর্সসমূহ পড়ানো হয়। নিচে বিস্তারিত দেওয়া হলো।
১ম বর্ষের কোর্স সমূহ
সংস্কৃত ভাষা পরিচয়
বৈদিক ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস
ভাষাবিজ্ঞান ও সংস্কৃত ভাষাতত্ত্ব

সংস্কৃত নাটক
ইংরেজি (আবশ্যিক)
অনুষঙ্গী১: সমাজবিজ্ঞান ও নৃ-বিজ্ঞান
অনুষঙ্গী২: ক. পালি ও প্রাকৃত ভাষা সাহিত্যের ইতিহাস
খ. বাংলাদেশ স্টাডিজ
২য় বর্ষের কোর্স সমূহ
সংস্কৃত নাটক
সংস্কৃত পদ্য কাব্য
দার্শনিক কাব্য
গল্প সাহিত্য
অনুষঙ্গী ৩ : ক. কম্পিউটার বিজ্ঞান
খ. অর্থনীতি
অনুষঙ্গী ৪ : বাংলা ভাষা ও সাহিত্য

৩য় বর্ষের কোর্স সমূহ
সংস্কৃত ব্যাকরণ
পাণ্ডুলিপি পাঠ
বৈদিক সাহিত্য ও ব্যাকরণ
সংস্কৃত পুরাণ সাহিত্য
সাহিত্যতত্ত্ব ও ছন্দ
সংস্কৃত নাটক
সংস্কৃত মহাকাব্য
প্রাচীন ভারতীয় সমাজ ও সংস্কৃতি
৪র্থ বর্ষের কোর্স সমূহ
সংস্কৃত গদ্য কাব্য
ভারতীয় দর্শন
প্রাচীন ভারতীয় রাষ্ট্রনীতি
ভারতীয় পুরাতত্ত্ব ও লেখমালা
সংস্কৃত নীতিকাব্য
প্রাচীন সংস্কৃত মহাকাব্য
উত্তর বৈদিক সাহিত্য
সংস্কৃত নাট্যকলা
সংস্কৃত সাবজেক্ট কেন পড়বো?
আমাদের বাংলা ভাষার প্রায় ৬০ শতাংশ শব্দ এসেছে সংস্কৃত থেকে। আমাদের দেশের অনেক মানুষ সাহিত্য বোঝে না কারণ তারা সাহিত্যের ভাষা বোঝে না তার অন্যতম কারণ প্রাচীন বাংলার সাহিত্যের সাথে সংস্কৃতের যোগসাজশ। যারা সংস্কৃত বোঝে না তারা অনেক প্রখ্যাত লেখকদের লেখনী বোঝে না। অর্থাৎ বাঙালি হিসেবে সংস্কৃত জানাটা একান্ত কাম্য আর সেখানে যদি এই বিষয়ের উপর উচ্চ শিক্ষা নেওয়া যায় তাহলে কেন পড়বেন না? সংস্কৃত পড়লে বাংলা ব্যকরণের অনেক খুঁটিনাটি বিস্তারিত পাওয়া যায়। প্রাচীন সমাজ সম্পর্কে বিশদভাবে জানতে পারবেন।
আবার আমরা যেহেতু বাংলা ভাষাভাষী আমাদের ভাষার পূর্বপুরুষ সম্পর্কে জানতে পারাটাও একটা সুযোগই বলা চলে। সাথে ইংরেজি, বাংলা, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও বাংলাদেশ সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ তো থাকছেই।
দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কেমন এ সাবজেক্টে?
আপনি চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করতে পারবেন উক্ত বিষয়ে। এছাড়াও ভারত, ইউরোপ, আমেরিকায় অধ্যয়নের সুযোগও পাবেন উক্ত বিষয়ে। এই ভাষার অনেক ইতিহাস বা ক্রমবিকাশ এখনো আবিষ্কৃত নয়। তাই উক্ত বিষয়ে গবেষণার জন্য ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর উপর স্কলারশিপ দিয়ে থাকেন।
তবে তার জন্য অধিক যোগ্যতা সম্পন্ন হওয়াটাও জরুরী।
সংস্কৃতে ক্যারিয়ার গড়ার সুযোগ কেমন?

যদিও ক্যারিয়ারের দৌড়ে আপনি যতটা স্মার্ট হবেন ততই এগিয়ে থাকবেন তবুও বিভিন্ন প্রতিযোগিতা মূলক চাকরী পরীক্ষায় অন্যদের চেয়ে আপনি একটু এগিয়েই থাকবেন সংস্কৃত বিষয়টি অধ্যয়নের কারণে। বিশেষ করে বাংলার ক্ষেত্রে একটা আলাদা সুবিধাতো আপনি পাবেনই।
এছাড়াও যেকোনো সরকারী, বেসরকারী চাকুরীতেও আপনি যোগদান করতে পারবেন সংস্কৃত বিষয়ে স্নাতক সম্মান সম্পন্ন করে।
আরো পড়ুন
ফরেস্ট্রি সাবজেক্ট রিভিউ : যা জানা দরকার
উন্নয়ন অধ্যয়ন বা ডেভলপমেন্ট স্টাডিজ সাবজেক্ট রিভিউ
বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্টের রিভিউ
সমাজতত্ত্ব বা সোশিওলজি সাবজেক্টের রিভিউ