ফরেস্ট্রি সাবজেক্ট রিভিউ : যা জানা দরকার

আফরানা ইসলাম

ফরেস্ট্রি কী?

নাম শুনে হয়তো বা মনে হতে পারে এখানে শুধু গাছ আর বন সম্পর্কেই পড়ানো হয় কিন্তু মোটেও তা নয়।
ফরেস্ট্রির পরিধি কেবল গাছ নিয়ে গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়। এনভায়রনমেন্টাল
ইমপ্যাক্ট এ্যাসেসমেন্ট, প্রোপার্টিজ, এনভায়রনমেন্টাল ইকোনোমিক্স, সয়েল সাইন্স, এগ্রো ফরেস্ট্রি, প্রিজারভেশন, ফরেস্ট ইঞ্জিনিয়ারিং,
ফরেস্ট্রি বেজড ইন্ডাস্ট্রি, সার্ভেইং, রিমোট সেন্সিং এন্ড জি আই এস, বন্যপ্রাণী সংরক্ষন সহ অনেক মজার মজার বিষয়ও আপনি এখানে জানতে পারবেন।

কি কি কোর্স পড়ানো হয়?

ফরেস্ট্রি সম্পর্কিত বই
ফরেস্ট্রি সম্পর্কিত বই

ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ,কম্পিউটার এপ্লিকেশন, সোশায়লজি প্রভৃতি কমন কোর্স বাদেও রয়েছে ইকোলজি, এন্টমোলজি, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, উড স্ট্রাকচার, ট্রি ফিজিওলজি, সয়েল সাইন্স,ফরেস্ট্রি মেনসুরেন এন্ড ইন্ডাস্ট্রি, ফরেস্ট্রি বেজড ইন্ডাস্ট্রি,ফরেস্ট ইন্জিনিয়ারিং, সার্ভেয়িং প্রভৃতি। পাশাপাশি মৃত্তিকাবিজ্ঞান, জীববিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান,
উদ্ভিদবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, অর্থনীতি এবং বন ব্যবস্হাপনার উপর হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।

ফরেস্ট্রিতে দেশ ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ

দেশে মাত্র ৩ টি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট আছে
বলে যে গবেষণার সুযোগ লিমিটেড ব্যাপারটি এমন নয়। বরঞ্চ এই গতিশীল সাবজেক্টে আপনি ভালো করলে দেশের বাইরে জার্মানি, ইউকে, আমেরিকা, তাইওয়ান, ফ্রান্সের মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন। ফরেস্ট্রি সাবজেক্টে স্কলারশিপ বেশ ভালোই মেলে।

ফরেস্ট্রি সাবজেক্ট পড়ানো ৩টি বিশ্ববিদ্যালয়
ফরেস্ট্রি সাবজেক্ট পড়ানো ৩টি বিশ্ববিদ্যালয়


অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই স্কলারশিপ দেয় এবং কিছুতে পার্টটাইম চাকরিরও সুযোগ রয়েছে।
ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স স্কলারশিপস
লিখে গুগলে সার্চ করলে স্কলারশিপ নিয়ে অসংখ্য তথ্য মিলবে।

ফরেস্ট্রিতে চাকরির ক্ষেত্র

ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে পাস করা ছাত্রদের কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণ প্রসারিত। দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এখানের
শিক্ষার্থীরা কর্মরত আছে। সরকারী পাবলিক সার্ভিস কমিশন তো বটেই পাশাপাশি বন ও পরিবেশ মন্ত্রণালয়, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ অফিসার,
স্পেস রিসার্চ এ্যান্ড রিমোট
সেন্সিং অর্গানাইজেশন অব বাংলাদেশের ফরেস্ট্রি সেক্টর এও কাজ করার সুযোগ
রয়েছে এ বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের। এছাড়া
বিভিন্ন পাল্প এ্যান্ড পেপার মিলসে ও বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভলপমেন্ট
কর্পোরেশনে ম্যানেজার পদে ও কাজ করছে এ বিভাগ থেকে পাস করা ছাত্র ছাত্রীরা।

শিক্ষার্থীদের বুঝবার সুবিধার্থে নিচে স্পেসিফিক জব সেক্টরগুলো তুলে ধরা হলো-

SPARSO (স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন অব বাংলাদেশ)

BFRI ( বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট)

BFD (বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট)

পাবলিক সার্ভিস কমিশন সহ বন ও পরিবেশ মন্ত্রণালয়

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট

মাছ ও বন্যপ্রাণী সেবা অধিদপ্তর,

বিভিন্ন পাল্প এন্ড পেপার, রেজিন, রাবার, প্লাইউড মিলসে স্পেশালিস্ট,

চিড়িয়াখানায় ওয়াল্ড লাইফ বায়োলজিস্ট,

বাংলাদেশ ফরেস্ট একাডেমি

এবার দেখে নেই বেসরকারী প্রতিষ্ঠানগুলো যেখানে ফরেস্ট্রির শিক্ষার্থীদের চাকরির সুযোগ রয়েছে

নিসর্গ সাপোর্ট প্রোজেক্ট

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভিং ন্যাচার

ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড

এছাড়াও বিভিন্ন এনজিওর বনবিদ্যা রিলেটেড শাখা সেখানে বন ও পরিবেশবিদ্যার নিজস্ব সেক্টর বিদ্যমান ( ব্র্যাক,কেয়ার ইন্টারন্যাশনাল ইত্যাদি)
আর যদি বিসিএস এর কথা যদি বলি তাহলে বিসিএস এ তো আলাদা কোটা আছেই। সাধারণ ক্যাডারেও সুযোগ সবার মতো সমান তো পাবেন ই।
অর্থাৎ সরকারি চাকরিতে ফরেস্ট্রির সুযোগ কিন্তু কম নয়।

ফরেস্ট্রিতে ক্যারিয়ার সম্ভাবনা

ফরেস্ট্রি সাবজেক্টে ক্যারিয়ার
ফরেস্ট্রি সাবজেক্টে ক্যারিয়ার

বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত অন্যতম বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়ন।
তাই ভবিষ্যত পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে এই সাবজেক্ট এর গুরুত্ব বলার অপেক্ষা রাখে না।
এছাড়াও যদি বনভূমি ধ্বংস,নদী দূষণ, বন্য প্রাণী পাচার,বর্জ্যের অব্যবস্হাপনা, পানি দূষণ এর মত যেসব সমস্যায় বাংলাদেশ জর্জরিত এসব নিয়ে যদি কাজ করার ইচ্ছে থাকে এবং প্রকৃতিকে কাছ থেকে দেখার, সৌন্দর্য উপভোগ করার ইচ্ছে থাকে তবে আপনার জন্যই ফরেস্ট্রি।

2 thoughts on “ফরেস্ট্রি সাবজেক্ট রিভিউ : যা জানা দরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *