উন্নয়ন অধ্যয়ন বা ডেভলপমেন্ট স্টাডিজ সাবজেক্ট রিভিউ

মোঃ ফজলে রাব্বী দীপ্ত

ডেভলপমেন্ট স্টাডিজের ধারণা

“শুধু অর্থনৈতিক উন্নয়ন মানেই উন্নয়ন নয়” ধারণাটির উপলব্ধি থেকেই পড়াশোনা বা গবেষণার নতুন বিষয় Development Studies (DS) এর জন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বৈশ্বিক বাস্তবতার প্রয়োজনে বহির্বিশ্বে এই বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা ও গবেষণার শুরু বলা যায়।

যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ডেভলপমেন্ট স্টাডিজ পড়ানো হয়
যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ডেভলপমেন্ট স্টাডিজ পড়ানো হয়

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান এবং ঢাবির নামকরা কিছু প্রফেসর মিলে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগটির মর্ম ও প্রয়োজনীয়তা বুঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এই বিভাগটির মাস্টার্স প্রোগ্রাম ও পরবর্তীতে অনার্স কোর্স চালু করেন। পরবর্তীতে ধীরে ধীরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়,Bangladesh University of Professionals (BUP), ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Development Studies বিভাগটি চালু হয়।

ডেভলপমেন্ট স্টাডিজের পাঠ্য বই
ডেভলপমেন্ট স্টাডিজের পাঠ্য বই

ডেভলপমেন্ট স্টাডিজে যে যে কোর্স পড়ানো হয়

চলুন দেখে নেই সাধারণত কি কি কোর্স পড়ানো হয় ডেভলপমেন্ট স্টাডিজে। নিচের কোর্সগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়-

Introduction to Development Studies

Macroeconomics

Introduction to Sociology

Introduction to Anthropology

Basic Statistics

Bangladesh Studies

Governance and Development

Basic Mathematics

Gender Culture and Development

Theories of Development

Microeconomics

Rural Development

Quantitative Research Methodology

NGOs, Civil Society and Third sector of Development

State, Politics and government

Communication for Development

ডেভলপমেন্ট স্টাডিজ কেন পড়বেন?

সমাজবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলো সুনির্দিষ্ট একটি বিষয়ের উপর ফোকাস করে। কিন্তু একঘেয়ে পড়ালেখা আর নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে ডেভেলপমেন্ট স্টাডিজ সীমাবদ্ধ নয়। এটি একটি Multidisciplinary বিষয়। অর্থনীতি, রাজনীতি, পরিবেশ, সমাজবিজ্ঞান, সংস্কৃতি, মানবসম্পদ ব্যবস্থাপনা, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নিরাপত্তা, পাবলিক পলিসি নির্ধারণ ও বাস্তবায়ন, জেন্ডার ও উন্নয়ন, যোগাযোগ, উন্নয়নের কৌশল, গবেষণা পদ্ধতি ও প্রয়োগ, বাজেট ব্যবস্থাপনাসহ মানব উন্নয়নের সব বিষয়ে ইন ডেপথ জানার সুযোগ পায় শিক্ষার্থীরা। একসাথে জ্ঞানের অনেকগুলা শাখায় ভ্রমণের সুযোগ এখানে পাওয়া যায়। উন্নয়ন অধ্যয়নের শিক্ষার্থীদের তত্ত্ব ও তার প্রয়োগের মাধ্যমে কীভাবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সাধন করা সম্ভব তা শেখানো হয়।

ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে উচ্চশিক্ষার ও গবেষণার সুযোগ

উচ্চশিক্ষার জন্যে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ অনেক বেশি ডেভলপমেন্ট স্টাডিজে। বাংলাদেশে এ সাবজেক্টটির কার্যক্রমের বয়স এতটা বেশি না হলেও ইউরোপের দেশগুলোতে এ সাবজেক্টটি বেশ জনপ্রিয়। এছাড়া গবেষণা করার প্রচুর সুযোগ পাবেন মাস্টার্স এবং উচ্চতর পর্যায়ে।

ডেভলপমেন্ট স্টাডিজে ক্যারিয়ার

বিসিএস, ব্যাংক জবসহ সকল সরকারি জবতো সবার জন্যেই খোলা। বহুমাত্রিক এবং প্রায়োগিক বিষয় হওয়াতে ডেভেলপমেন্ট স্টাডিজের স্টুডেন্টরা সরকারি জবের এক্সামেও এগিয়ে থাকে। আবার বহুমাত্রিক বিষয় হওয়াতে ডেভেলপমেন্ট স্টাডিজের জব সেক্টরও বহুমাত্রিক।

ডেভলপমেন্ট স্টাডিজে ক্যারিয়ার
ডেভলপমেন্ট স্টাডিজে ক্যারিয়ার

CPD, BIDS সহ নামকরা সব গবেষণা প্রতিষ্ঠান, UN, UNDP, UNICEF, IDB, ADB, IMF, World Bank, JICA, Save the Children, OXFAM, Action Aid, CARE সহ আরো অনেক দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও এনজিওতে গুলোতে প্রায়োরিটি পাবে DS এর শিক্ষার্থীরাই।

ডিপার্টমেন্ট হিসাবে ডেভেলপমেন্ট স্টাডিজ অন্যদের থেকে কেন আলাদা?

বিশ্বায়নের যুগে উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে ও চাকরির বাজারে প্রতিযোগিতার কথা চিন্তা করে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট ফোকাস করে কোয়ালিটির উপর। শিক্ষার্থী সংখ্যা কম রেখে শিক্ষার্থীদের শিক্ষার মানের দিকে গুরুত্ব দেয়। যেখানে অন্যান্য ডিপার্টমেন্ট ১২০-১৫০ জন শিক্ষার্থী ভর্তি নেয় সেখানে ডেভেলপমেন্ট স্টাডিজে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ?

২০১৭-২০১৮ সেশনে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড.ফরিদ উদ্দীন আহমেদ স্যারের নেতৃত্বে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সূচনা হয়৷ উপস্থাপনা, ভাষাজ্ঞান, স্মার্টনেস, সৃজনশীলতার উপর গুরুত্বারোপ করে নতুন বিভাগ হয়েও অন্যান্য বিভাগের সাথে সম্মানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বেশ সমীহ আদায় করে নিয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ, পাচ্ছে সকল ধরণের সুযোগ সুবিধা।

সুসজ্জিত ডিপার্টমেন্ট অফিস, ক্লাসরুম, সেমিনার তো থাকছেই।
ঢাবির DS থেকে গ্রাজুয়েট শিক্ষকবৃন্দের সাথে নিয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড.ফরিদ উদ্দীন আহমেদ স্যার বর্তমানে বিভাগটির নেতৃত্ব দিচ্ছেন। সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেত নাম করা প্রফেসরবৃন্দ গেস্ট ফ্যাকাল্টি হিসেবে থাকছেই।
চবিতে হাতে গোনা কিছু বিভাগে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পড়ানো হয়,যার মধ্যে Development Studies অন্যতম।
স্টুডেন্ট সংখ্যা কম হওয়ায় (৩০জন) শিক্ষকরা সবাইকেই আলাদাভাবে টেক কেয়ার করতে পারে।
প্রায়ই শুধুমাত্র DS কে নিয়েই সেশন করানো হয়। যে সেশনে গেস্ট লেকচারার হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিদেরকে ইনভাইট করা হয় স্টুডেন্টদের সাথে নলেজ শেয়ারিং এর জন্য। তাদের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা পাচ্ছে শিক্ষার্থীরা।
DS এর শিক্ষার্থীরা পিছিয়ে নাই কোনো Club আর co-curricular activities এ।

তবে এই সাবজেক্টটি নেবার আগে কিছু জিনিস বিবেচনা করা দরকার।
স্টুডেন্ট যদি ম্যাথ বা ইকোনমিকসে দুর্বল হন তাহলে ডেভেলপমেন্ট স্টাডিজকে কে স্কিপ করাই ভালো হবে। কারন সেখানে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনোমেট্রিক্সের মত কোর্সগুলোর মুখোমুখি হতে হবে।

আরো পড়ুন

সমাজতত্ত্ব বা সোশিওলজি সাবজেক্টের খুঁটিনাটি

লোকপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের খুঁটিনাটি

আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর সাবজেক্টের খুঁটিনাটি

5 thoughts on “উন্নয়ন অধ্যয়ন বা ডেভলপমেন্ট স্টাডিজ সাবজেক্ট রিভিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *