সমাজতত্ত্ব বা সোশিওলজি সাবজেক্ট রিভিউ

মোহাম্মদ মোজ্জাম্মেল মাছুম

সমাজতত্ত্বের ধারণা

সমাজতত্ত্ব বিষয়টি আমাদের দেশের প্রেক্ষিতে বেশ পরিচিত। স্কুলে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, কলেজে সমাজবিজ্ঞান (মানবিক) আমরা পড়ে থাকি। তবে পরিচিতির সাথে সাথে আমাদের দেশে সমাজতত্ত্ব বিষয়ে পড়াশোনা করে চমৎকার ক্যারিয়ার ও গঠনেরও সুযোগ রয়েছে । বিশ্ববিদ্যালয় ভেদে এ সাবজেক্টটির নাম কোথাও সমাজবিজ্ঞান কোথাও বা সমাজতত্ত্ব।

অনুষদসমাজবিজ্ঞান
ডিগ্রির মানBSS
কোর্সঅনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি
মেয়াদ৪ বছর(অনার্স)
সেমিস্টার/ইয়ারবিশ্ববিদ্যালয় ভ্যারি করে
শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তিআছে। কলেজগুলোতে নিয়োগ হয়

সমাজতত্ত্ব বিষয়টি সমাজবিজ্ঞান অনুষদের অধীনে । সমাজবিজ্ঞান বা সোশ্যাল সাইন্স বৃহৎ অর্থে সমাজের সকল বিষয়ের উপর আলোকপাত করে থাকে । এর মধ্যে অন্যতম অর্থনীতি , রাষ্ট্রবিজ্ঞান , লোক প্রশাসন , সমাজতত্ত্ব ইত্যাদি । সমাজতত্ত্ব কে ‘ মাদার অফ সোশ্যাল সাইন্স ‘ বলা হয় । সমাজতত্ত্ব কি এই প্রশ্নের খুব সহজ উত্তর হলো সমাজের বিজ্ঞান ভিত্তিক আলোচনা ।

সমাজতত্ত্ব কেন পড়বেন?

সমাজতত্ত্ব পড়ে একজন ছাত্র বা ছাত্রী সমাজের সূক্ষ্ণ বিষয়গুলোর উপর পারদর্শিতা অর্জন করে । সমাজতত্ত্ব এমন একটি শৃঙ্খলা যা মানব সামাজিক সম্পর্ক , সংস্কৃতি এবং সংগঠনগুলি সম্পর্কে ব্যক্তির সচেতনতা এবং বিশ্লেষণ কে প্রসারিত করে যা তার জীবন এবং মানব ইতিহাস কে গভীরভাবে রূপ দেয়। সমাজতত্ত্ব দেখায় যে সমাজ কীভাবে ব্যক্তিজীবনকে প্রভাবিত করে । মূলত সমাজতত্ত্ব মানব আচরণ , সামাজিক সংগঠন , সংস্কৃতি এবং সামাজিক পরিবর্তন সম্পর্কে জ্ঞান ভিত্তি গড়ে তোলার মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রীকে আজীবন পরিবর্তনের জন্য প্রস্তুত করে । এভাবে সমাজতত্ত্ব স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে এবং সমাজতত্ত্বের শিক্ষার্থীরা সামাজিক সমস্যা চিহ্নিত করে এর সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারে । এই সাবজেক্টে পড়ে গবেষণার সুযোগের পরিধি বিরাট। প্রথিতযশা অনেক সমাজবিজ্ঞানীরই রুট সাবজেক্ট সমাজতত্ত্ব ছিলো।

সমাজতত্ত্বে যে যে কোর্স পড়ানো হয়

সাধারণত বিশ্ববিদ্যালয় ভেদে সমাজতত্ত্বের কোর্স একেকরকম হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে যে মেজর কোর্সগুলো পড়ানো হয় তার তালিকা নিচে দেওয়া হলো :

প্রথম বর্ষ

Introduction to Sociology

Social History and World Civilization

Traditions in Social Thought

Introduction to Anthropology

Introduction to Social Psychology

দ্বিতীয় বর্ষ

Sociology of Environment

Rural Sociology

Gender Relations and Feminism

Introduction to Logic and Science

Social Statistics

সমাজতত্ত্বের কিছু বই
সমাজতত্ত্বের কিছু বই

তৃতীয় বর্ষ

Classical Sociological Theory

Social Structure of Bangladesh

Urban Sociology

Sociology of Development

Social Demography

Quantitative Research Methodology

চতুর্থ বর্ষ

Modern Sociological Theory

Sociology of Education

Industrial Sociology

Sociology of Capitalism and Sociology

Sociology of Social Movement

Advanced Social Statistics

Qualitative Research Methodology

উপরের কোর্সগুলো দেখে আপনি বুঝতেই পারছেন সমাজ সম্পর্কিত প্রতিটা বিষয়েই আপনাকে একটা গুছানো জ্ঞান অর্জনে সহায়তা করতে পারে সমাজতত্ত্ব।

সমাজতত্ত্ব পড়ে উচ্চশিক্ষার ও গবেষণার সুযোগ

সমাজতত্ত্ব বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জন করার সুযোগ রয়েছে । একইসাথে শিক্ষাবৃত্তি নিয়ে উন্নত দেশে বিশেষ করে ইউরোপে উচ্চতর শিক্ষা অর্জন করার সুযোগ রয়েছে । সোশ্যাল সায়েন্স সম্পর্কিত বিভিন্ন সাবজেক্টে মাস্টার্স করবার ও গবেষণার সুযোগ থাকে।
এর পাশাপাশি আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক – স্নাতকোত্তর এর পাশাপাশি পি.এইচডি করার সুযোগ রয়েছে । দেশপ্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় প্রতিটিরই সোশিওলজি ডিপার্টমেন্টে পিএইচডি করানো হয়।
ফান্ডিং এবং স্কলারশিপের ও যথেষ্ট সুযোগ রয়েছে বলা চলে।

সমাজতত্ত্বে পড়াশোনা করে ক্যারিয়ার কীভাবে গড়ে তুলবো?

সমাজতত্ত্বে পড়াশোনা করে ক্যারিয়ার

সমাজতত্ত্ব বিষয়ের পড়াশোনা করে ক্যারিয়ার গঠনের প্রশ্নে প্রথমে আসে বিসিএস প্রসঙ্গ । বিসিএস এর ক্ষেত্রে বিষয় খুব বড় পার্থক্য তৈরি করে না । ফলে সমাজতত্ত্বের শিক্ষার্থীরা সকল ক্যাডারে যেতে পারে । একইসাথে শিক্ষা ক্যাডারে সমাজতত্ত্বের শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে । কেননা বাংলাদেশের প্রায় প্রতিটি কলেজেই সমাজতত্ত্ব বা সামাজিক বিজ্ঞান পড়ানো হয়। এর পাশাপাশি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ক্যারিয়ার গঠন করার সুযোগ রয়েছে । যেমন : গবেষণা এবং উন্নয়নমূলক প্রতিষ্ঠান । একইসাথে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরে গুরুত্বপূর্ণ পদে কাজ করতে পারেন ।

তাছাড়া বিভিন্ন এনজিও তে ক্যারিয়ার গঠন করার সুযোগ রয়েছে । আমাদের দেশে বর্তমানে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধানে বা সামাজিক ইস্যুতে অনেক বড় স্বনামধন্য এনজিও কাজ করে যাচ্ছে । সেসকল প্রতিষ্ঠানে সমাজতত্ত্বের শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার পেয়ে থাকে । তাছাড়া ইউএনডিপি , ইউনেস্কো , ইউনিসেফ ইত্যাদি প্রতিষ্ঠানে দেশে – বিদেশে ক্যারিয়ার গঠন করার সুযোগ রয়েছে ।

তাছাড়া দেশের প্রাইভেট বা করপোরেট এবং ব্যাংকিং সেক্টরেও কাজ করার সুযোগ রয়েছে । সর্বশেষ সমাজতত্ত্বে পড়াশোনা করে শিক্ষকতা করার সুযোগ তো থাকছেই । নিজ বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করে সেখানে শিক্ষকতা করার পাশাপাশি অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ আছে ।

5 thoughts on “সমাজতত্ত্ব বা সোশিওলজি সাবজেক্ট রিভিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *