লোকপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের রিভিউ

মোঃ মাহতাব উদ্দিন

লোকপ্রশাসনের ধারণা

লোকপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পরিচয় মূলত রয়্যাল ডিপার্টমেন্ট নামে। দেশের হাতে গোনা কিছু বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি পড়ানো হয় বলে এটি সুপরিচিত নয় কিন্তু এর চাহিদা অনেক। এটি রাষ্ট্রবিজ্ঞান থেকে স্বতন্ত্র হয়ে তার মতো করে উৎকর্ষিত হয়েছে। আসুন জেনে নেই এর খুঁটিনাটি বিষয়।

অনুষদসমাজবিজ্ঞান
ডিগ্রির মানBSS
কোর্স৪ বছর(অনার্স)
মেয়াদ৪ বছর(অনার্স)
সেমিস্টার/ইয়ারবিশ্ববিদ্যালয় ভ্যারি করে
শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তিনেই। তবে প্রক্রিয়া চলছে

ছাত্র-ছাত্রীদের কমন প্রশ্ন এই সাবজেক্ট এ আমাকে কি কি পড়াবে? সাবজেক্টটি একটি অত্যন্ত গোছানো এবং এর কোর্সগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি প্রশাসন, আইন, সংবিধান থেকে শুরু করে পরিসংখ্যান, নীতি নৈতিকতাও পড়ানো হয়। অর্থাৎ বেসিক সব জ্ঞান নিশ্চিত করবার মতো করেই এর কোর্স ডিজাইন করা হয়েছে।
নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে এ সাবজেক্ট এ সাধারণত যেসব কোর্স পড়ানো হয় তা উল্লেখ করছি :

১ম বর্ষ :

Introduction to Public Administration

Bangladesh Public Administration;

Introduction to Politics;

Constitutional and Political Development in Bangladesh;

Public Personnel Administration;

Microeconomics;

Introduction to Sociology;

International Relations;

Functional English(noncredit).

২য় বর্ষ :

Constitutional and Administrative Law;

Public Financial Administration;

Research Methodology;

Statistics;

Administration of Banking and Financial Institutions;

Macroeconomics;

Introduction to Public Sector Accounting;

Introduction to Anthropology.

লোক প্রশাসন নিয়ে কিছু বই
লোক প্রশাসন নিয়ে কিছু বই

৩য় বর্ষ :

Comparative Public Administration;

Local Government in Bangladesh;

Rural Development in Bangladesh;

Public Administration and Society;

Ethics in Public Administration;

Environment Policy and Administration;

NGO’s and Development.

৪র্থ বর্ষ:

Organizational Behaviour;

Urban Governance;

Planning and development;

Project Management;

Human Resource Management;

E-governance;

Gender and Development;

Judicial Administration in Bangladesh;

Comprehensive.

উপরের কোর্সগুলো দেখে আপনারা আইডিয়া করতে পারছেন কোন ধরনের বিষয় পড়তে হবে। মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসন সংক্রান্ত বিষয়াবলী মেজর কোর্স হিসেবে পড়ানো হবে। এর ফলে স্টুডেন্টটি দেশ, দেশের শাসন ব্যবস্থা, সচিবালয়, মন্ত্রণালয়, আইন সবই জানতে পারবে। এছাড়াও উপরে কোর্সগুলো খেয়াল করলে দেখবেন সাংবিধানিক আইন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মানবসম্পদ উন্নয়ন, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, বিচারিক আইন, রিসার্চ মেথডলজি, নৃবিজ্ঞান প্রভূত বিষয় পড়ানো হবে যা আপনার জ্ঞানকে অনেক শাখায় বিস্তৃত হতে সাহায্য করবে।

লোকপ্রশাসন কেন পড়বেন?

আমরা পড়াশোনা কেন করি? নিশ্চয়ই জানতে, নিজেদের জ্ঞানকে বিস্তৃত করতে তাই নয় কি?
লোকপ্রশাসন আপনারা পড়বেন শুধু নিজের তাত্ত্বিক বিষয়েই নয়, বরঞ্চ সার্বিক জ্ঞানের একটা চমৎকার মিথস্ক্রিয়ার জন্য। লোকপ্রশাসন এমন একটি সাবজেক্ট যা নিজের কর্মগন্ডি সমৃদ্ধ করে ব্যবসায়ে প্রশাসনেও নিজের বিস্তৃতি ঘটিয়েছে। কলাতেও নিজের কার্যকারিতা প্রমাণ করেছে। পৃথিবীর প্রত্যেকটা ছোট থেকে বড় বিষয়েই লোকপ্রশাসনের সিগনিফিকেন্ট ভূমিকা রয়েছে। প্রশাসনিক ব্যবস্থার সাহায্যেই প্রত্যেকটা সংগঠন চলছে, সেটা পরিবার থেকে শুরু করে বিজনেস কর্পোরেশন থেকে রাষ্ট্র পর্যন্ত। সুতরাং বলাই বাহুল্য, লোকপ্রশাসন আপনাকে সার্বিক জ্ঞানের একটি কমপ্যাক্ট উপহার দিচ্ছে। আপনি এখান থেকে যে তাত্ত্বিক জ্ঞান পাবেন তা আপনার জীবনের প্রত্যেকটা ধাপেই কাজে লাগাতে পারবেন। এটি আপনার ক্যারিয়ারের জন্যেও সহায়ক বটে।

লোকপ্রশাসন পড়ে উচ্চশিক্ষার ও গবেষণার সুযোগ

লোকপ্রশাসন থেকে উচ্চশিক্ষার দুয়ার খোলা আছে সবসময়। ইউরোপ ও এমেরিকার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি করার জন্য পাওয়া যায় ফান্ড ও। তবে মাস্টার্স এর চেয়ে পিএইচডিএর জন্য ফান্ড পাওয়া তুলনামূলক সহজ এবং এধরনের ফান্ডিং পেতে শিক্ষার্থীর ভালো যোগ্যতাও আবশ্যক হয়ে থাকে।

লোকপ্রশাসন  উচ্চশিক্ষার সুযোগ
লোকপ্রশাসন উচ্চশিক্ষার সুযোগ

সরাসরি Public Administration ছাড়াও বর্তমানে এর সম্প্রসারিত কিছু বিষয় যেমন Development Administration, Governance, Public Relation ইত্যাদি বেশ কিছু বিষয়ে শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সময়ে ফুল ফ্রি স্কলারশিপ এর সুযোগ প্রদান করা হয় মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করার জন্য।এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও মাস্টার্স, পিএইচডি ও এমফিল করার সুযোগ তো থাকছেই।

লোকপ্রশাসনে পড়াশোনা করে ক্যারিয়ার কীভাবে গড়ে তুলবো?

লোকপ্রশাসনের ধারণা
লোক প্রশাসন

এটা অস্বীকার করার উপায় নেই লোকপ্রশাসনের চাকরির বাজারে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। সরকারি চাকরি অর্থাৎ বিসিএস এ এমনিই এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এগিয়ে থাকে একাডেমিক প্রস্তুতির মাধ্যমেই ৷ আর বেসরকারি বাজারে কোম্পানিগুলোর এইচআর নিয়োগ হয় প্রধানত এইচআরএম আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এছাড়া দেশে যে কোনো সাধারণ সরকারী চাকরির পরীক্ষা তো দেয়া যাবেই। দেশের যেকোনো সেক্টরে চাকরি পরীক্ষা দেয়া যাবে এখান থেকে। আর স্পেশালাইজড কিছু চাকরি তো থাকেই। বিভিন্ন NGO নিয়োগ নেয় এইচআর পদে এখান থেকে।
তবে একটা দিকও বিবেচনা করা দরকার, তা হলো লোকপ্রশাসন সাবজেক্টে বিসিএসে শিক্ষা ক্যাডার নেই। পড়াশোনা শেষে শিক্ষকতার দিকে যাদের আগ্রহ আছে তারা বিশ্ববিদ্যালয়ের দিকেই ফোকাস করা ভালো যেহেতু কলেজগুলোতে শিক্ষা ক্যাডার নেই লোকপ্রশাসনের।

সবদিক বিবেচনা করে বলা যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন শিক্ষার্থীদের পছন্দের তালিকায় প্রথম দিকে থাকবে।

5 thoughts on “লোকপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের রিভিউ

  1. ভাইয়া,এসএসসির পর কোন সাবজেক্ট নেয়া লাগবে +এইচএসসির পর কোন সাবজেক্ট নেয়া লাগবে এবং এইচএসসি/এসএসসির পয়েন্ট কত লাগবে?
    এই সাবজেক্ট কি শুধু পাবলিক ভার্সিটিতে পড়াই? কোন কোন ভার্সিটিতে আছে এই সাবজেক্ট? নাকি এনইউ থেকেও পড়া যায় আর যদি এনইউ থেকে পড়া যায় তাইলে তার ভ্যালু কেমন?এই সাবজেক্ট পড়ে যদি বিসিএসে না আসে তাইলে কি অন্য কোন চারকি আছে যেমন অ্যাডভোকেট হলে অ্যাডভোকেটশীপ না পেলেও কোর্টে অনেক কাজ করা যায় এমন,প্লিজ ভাইয়া একটু গুছিয়ে বলবেন আপনার জন্য আমার পথচলাটা সহজ হবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক!
    মোহাম্মদ সিকদার
    এসএসসি’২১(৫.০০)আলহামদুলিল্লাহ
    কলেজ: চট্টগ্রাম কলেজ (২৯/০১/২১ রেজাল্ট দিল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *