বাংলাদেশ স্টাডিজ সাবজেক্ট রিভিউ : যা জানা চাই

মোঃ তাইব পাঠান

বাংলাদেশ স্টাডিজ কি?

বিশ্ববিদ্যালয় জায়গাটি একটি অফুরন্ত জ্ঞানের ভান্ডার বলে বিবেচিত হয়। আদতেও এটি তাই ই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনি নানা বিষয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম জ্ঞান অর্জনের সুযোগ পান। এমন সব সাবজেক্টের সাথে পরিচিত হতে পারেন যা আপনার জানতে চাওয়ার খোরাক মেটাতে পারে।
এমনই একটি সাবজেক্ট বাংলাদেশ স্টাডিজ
আলাদা করে পরিচয় দেয়ার কিছু নাই। নামের মধ্যে পরিচয় প্রস্ফুটিত হয়ে আছে।

আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাড়িয়ে, দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র দেশ যখন তার দেশের জনগণের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে উন্নয়নের রোল মডেল তার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নিয়ে সারাবিশ্বে অধ্যয়ন হয়। তখন প্রতিষ্ঠানিক ভাবে দেশটি সম্পর্কে জানার ও গবেষণার জন্য বাংলাদেশ স্টাডিজ বিভাগের যাত্রা। ২০১৭–২০১৮ সেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হলেও এর এক বছর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টটি চালু হয়। তবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টটি রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি রিসার্চ ইন্সটিটিউট যার নাম ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ।

বাংলাদেশ স্টাডিজ এর প্রকৃতি

বাংলাদেশের বিভিন্ন বিষয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ব্যাখা বিশ্লেষণ করা মূল কাজ হলেও এর পাশাপাশি আন্তর্জাতিক বিষয়াবলীও আলোচনা হয়। বাংলার- বাংলাদেশের আগাগোড়ার সব খুঁটিনাটি এখানে আলোচনা করা হয়। দর্শন, অর্থনীতি, সুফিজম সবই বাংলাদেশের প্রেক্ষিতে থেকে দেখা যায় এখান থেকে।

বাংলাদেশ স্টাডিজে কি পড়ানো হয়?

ইতিহাস, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, দর্শননীতি, বিভিন্ন ভাষায় দক্ষতা, আইন, সংবিধান, সাংবাদিকতা, সংগঠন, পরিসংখ্যান, প্রত্নতত্ত্ব, পড়ে যখন একঘেয়ে ভাব চলে আসবে তখন মনের খোরাক জোগাতে রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু সাহিত্যের বিভিন্ন ভাগ, জহির রায়হান বা হুমায়ুন আহমেদ এর সিনেমা বা বিখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞদের গান। তাছাড়া বইয়ের পঠিত জ্ঞানকে আরও প্রয়োগ মূখী করতে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে সশরীরে গিয়ে জ্ঞান আহরণের সুযোগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কোর্স পড়ানো হয় আসুন পরিচিত হয়ে নেই সেগুলোর সাথে-

বাংলাদেশ স্টাডিজে পাঠ্য কিছু বই
বাংলাদেশ স্টাডিজে পাঠ্য কিছু বই

প্রথম বর্ষ

Bangladesh

Bangladesh Philosophy

Skill Development of the Bangla language

Skill Development of the English language

Geography and Environment of Bangladesh

Principles of Sociology, Social Structure and Social Problems of Bangladesh

Functional English (Compulsory) Non-Credit

দ্বিতীয় বর্ষ

Bangladesh (1576-1947 A.D)

Socio-Cultural and political Organization in Bengal (1800-1885)

Bangla Literature (650-1947 A.D)

Art, Architecture and Archeological Heritage of Bangladesh

The Principles of Statistics and Demography in Bangladesh

Government and Politics of Bangladesh

The Principles of Economics and Bangladesh Economics

তৃতীয় বর্ষ

Socio Cultural and Political Organization in Bengal (1906-1971)

Political Leader of Bangladesh (Up to 1947-)

Research Methodology and ICT

Press and Publication in Bangladesh

Local History of Bangladesh

Religions of Bangladesh

Folklore of Bangladesh

Musical Tradition of Bangladesh

Film and Dramas in Bangladesh

Sufism and Religious Philosophy of Bangladesh

কেন পড়বো বাংলাদেশ স্টাডিজ?

জানা থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ। নিজের দেশকে জানা, দেশের মানুষ তাদের জীবনযাপন সম্পর্কে জানার জন্য বাংলাদেশ স্টাডিজ। তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যত। তারা দেশকে জেনে, দেশপ্রেম উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ স্টাডিজ পড়া জরুরি।

বাংলাদেশ স্টাডিজে ক্যারিয়ার

বাংলাদেশ স্টাডিজে ক্যারিয়ার
বাংলাদেশ স্টাডিজে ক্যারিয়ার

বর্তমানে যখন চাকরির বাজারে হাহাকার, চাকরি মানে শুধু বিসিএস ঠিক তখনই সময়ের উপযোগী সাবজেক্ট বাংলাদেশ স্টাডিজ। এই ডিপার্টমেন্ট কে বিসিএস ডিপার্টমেন্ট বলা হয়। কারণ ডিপার্টমেন্ট এর ৬০% পড়াশোনা হয় বাংলাদেশ স্টাডিজ এর একাডেমিক পড়া থেকে। শিক্ষকতার মত মহান পেশায় যুক্ত হতে চাইলে প্রথম পছন্দ হওয়া উচিত বাংলাদেশ স্টাডিজ। কারণ বিষয়টি নতুন এবং সব ডিপার্টমেন্ট বাংলাদেশ স্টাডিজ নামে একটি কোর্স বাধ্যতামূলক। উচ্চপদস্থ সরকারি ছাড়াও রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কাজ করার সুযোগ। রয়েছে World Bank, Amnesty International, OxFam এর মতো জায়গায় কাজ করে বাংলাদেশকে বহি বিশ্বে তুলে ধরার সুবর্ণ সুযোগ। চাকরির বাজারে আমরা পিছিয়ে থাকি সাধারণ আমাদের ভাষা দক্ষতার জন্য । বাংলাদেশ স্টাডিজে বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য স্কিল ডেভেলপমেন্ট অব বাংলা লেংগুয়েজ ও স্কিল ডেভেলপমেন্ট অব ইংরেজি ডেভেলপমেন্ট নামে দুটি সাবজেক্ট রয়েছে।

তাই আমার মনে হয় বর্তমান সময়ে সবচেয়ে সময় উপযোগী সাবজেক্ট হলো বাংলাদেশ স্টাডিজ।

আরো পড়ুন

রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রিভিউ : যা জানা দরকার

সংস্কৃত সাবজেক্টের রিভিউ: যা জানা দরকার

ফরেস্ট্রি সাবজেক্ট রিভিউ : যা জানা দরকার

উন্নয়ন অধ্যয়ন বা ডেভলপমেন্ট স্টাডিজ সাবজেক্ট রিভিউ

সমাজতত্ত্ব বা সোশিওলজি সাবজেক্টের রিভিউ

লোকপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের রিভিউ

3 thoughts on “বাংলাদেশ স্টাডিজ সাবজেক্ট রিভিউ : যা জানা চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *