চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নিজস্ব বিতর্ক সংগঠন পিএডিএফ-সিইউ আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের (নিলয়), বিতর্ক সম্পাদক তাসমিয়া মোস্তফা, সমতা সংরক্ষণ সম্পাদক পূজা চক্রবর্তী সহ প্রমুখে।
সংগঠনটির বিতর্ক সম্পাদক তাসমিয়া মোস্তফা জানান, “আজ যে ভাষায় যুক্তিমালা সাজাই তার অবদান এই ভাষাশহীদদেরই। জাতির এ সূর্যসন্তানরা তাদের তাজারক্ত না দিলে আজকের এ ভাষার স্বীকৃতি হয়তো আমরা পেতাম না। লোকপ্রশাসন বিতর্ক সংসদের পক্ষে তাই গভীর শ্রদ্ধা অর্পন করছি আমরা।”