রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রিভিউ : যা জানা দরকার

মারুফুল ইসলাম ফারাবী

রাষ্ট্রবিজ্ঞান আর রাজনীতি বিজ্ঞান কি আলাদা?

বিশ্বের অন্যান্য দেশের মতো রাজনীতি বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান ও হলো বাংলাদেশের অন্যতম এবং অতিপ্রাচীন একটা বিষয়। প্রথমেই বলে রাখা ভালো যে, রাজনীতি বিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞান এর-ই সমার্থক শব্দ। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একে বিভিন্ন নামে ডাকা হলেও এর মূল কিন্তু রাষ্ট্রবিজ্ঞান।

রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট কি?

এই ব্যাপারে বলতে গেলে প্রথমেই যে কথাটি বলতে সেটি হলো, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল সমাজবিজ্ঞান। মূলত এটি সরকারের মূলনীতি ও মূল ভিত্তি গুলো নিয়ে কাজ করে। এছাড়াও এটি রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের জনগন সম্পর্কে, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে, সংবিধান,জাতীয় সরকার,শাসন ব্যবস্থা, রাজনৈতিক দল,আন্তর্জাতিক বিধান ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। এককথায় বলতে গেলে রাজনীতি বিজ্ঞানের প্রকৃতি হলো রাষ্ট্র ঘটে যাওয়া যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে, তার সমাধান বের করা।

রাষ্ট্রবিজ্ঞানে কি কি কোর্স পড়ানো হয়

এ সাবজেক্টে অন্যান্য সাবজেক্টের মতো অনেক কোর্স আছে তবে তা একেক বর্ষের জন্য একেক রকম কোর্স নির্ধারিত। তবে প্রায় সব কোর্স রাষ্ট্রের সাথে সম্পর্কিত। কারণ, রাজনীতি বিজ্ঞানের প্রাণই হলো রাষ্ট্র। বিশ্ববিদ্যালয় ভেদে এখানে কোর্সের ভিন্নতা থাকতে পারে। নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণত কোন কোন কোর্স পড়ানো হয় তার একটি নমুনা দেয়া হলো-

রাষ্ট্রবিজ্ঞনের কিছু পাঠ্য বই
রাষ্ট্রবিজ্ঞনের কিছু পাঠ্য বই

প্রথম বর্ষ

Ancient and Medieval Political Theory

Government and Politics in British India and Pakistan

Introduction to Law

Comparative Politics

Politics of Western Countries

Political Sociology (Non-Core)

Political Anthropology (Non-Core)

English Course

দ্বিতীয় বর্ষ

Modern Political Theory

Politics of Regional Organization: The Case of ASEAN, SAARC, and EU

Politics and Government in Bangladesh

Local Government in Bangladesh

Rural Development in Bangladesh

Introduction to Public Administration

Introduction to Public Policy

Computer Application in Political Studies (Non-Core)

Introduction to Economics with Reference to Bangladesh (Non-Core)

তৃতীয় বর্ষ

Public Administration in Bangladesh

Public Policy in Bangladesh

Political Economy of Development: Post-Cold War Era

OR

Islamic Political Economy and Institutions

International Politics – Part-1

International Politics – Part-2

Research Methodology

Statistics

Women and Politics (Non-Core)

Women and Politics in Bangladesh (Nor-Core)

চতুর্থ বর্ষ

Military and Political in Development Countries

Politics, Government and State in South Asia

Oriental Political Thought

Politics of Development

Leadership and Politics

Politics and Corruption

Study of Bangladesh Constitution in Comparison with UK. USA and India

রাষ্ট্রবিজ্ঞান কেন পড়বো

এ সাবজেক্টটি প্রথমেই পড়বো জ্ঞান অর্জনের ক্ষেত্র হিসেবে আর সেটি রাষ্ট্র থেকে শুরু করে সব রকমের হতে পারে। একজন মানুষের জ্ঞান অর্জন শুধু চাকরীর জন্য না নিজের জন্য,নিজের রাষ্ট্রের জন্য সর্বোপরি সবার জন্য হওয়া উচিত। আমি যে রাষ্ট্রে বসবাস করি তার সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের বলা যায় ফরজ কাজগুলোর মধ্যে একটি। আর এ সাবজেক্ট এর মূল বিষয় যেহেতু রাষ্ট্র তাই আমি মনে করি রাষ্ট্রের সব খুঁটিনাটি জানা যায়। যা আমাকে বাহিরের দেশে গেলেও আমি আমার দেশকে,রাষ্ট্রকে সঠিকভাবে তুলে ধরতে পারবো। আমার দেশের সম্মান অন্তত রক্ষা পাবে। আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে এটাই আমার কাছে মূল লক্ষ্যে যা এ সাবজেক্ট পড়ে মূল বিষয় জানা যায়।

দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কেমন রাষ্ট্রবিজ্ঞানে

অবশ্যই এ সাবজেক্টের উচ্চশিক্ষার সুযোগ আছে।এ সাবজেক্টের উচ্চশিক্ষার সুযোগ অন্যান্য সাবজেক্টের মতো হলেও এ সাবজেক্ট একটু আলাদা কারণ এ সাবজেক্ট রাষ্ট্র চেনার মানুষ হিসেবে তৈরি করে। আর প্রতিবছর অনেক শিক্ষার্থী বিদেশ পাড়ি জমায় উচ্চশিক্ষা গ্রহনের জন্য।
যেহেতু এই সাবজেক্টটি অনেক পুরোনো তাই বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি করবার সুযোগ তো রয়েছেই।

রাষ্ট্রবিজ্ঞানে ক্যারিয়ার গড়ার সুযোগ কেমন

রাষ্ট্রবিজ্ঞানে ক্যারিয়ার
রাষ্ট্রবিজ্ঞানে ক্যারিয়ার

ক্যারিয়ার গঠনে আমি মনে করি এ সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সাধারণত প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করি যারা বিসিএস ক্যাডার তাদের। আর এই বিসিএস ক্যাডারে এ সাবজেক্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাছাড়া স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি স্থানে এর অসংখ্য সেক্টর আছে যা অন্যান্য সাবজেক্টের চেয়ে বেশি। এছাড়া দেশের সুনাম রক্ষায়( কূটনীতিবিদ) এর মতো মহান পেশা ও কিন্তু এ সাবজেক্ট পড়ে হওয়া যায়। এ সাবজেক্ট পড়ে অন্তত চাকুরীক্ষেত্রে ভোগান্তি কম পোহাতে হয় কারণ প্রতিটি চাকরী পরিক্ষার প্রশ্নের মূলকেন্দ্র বা মূলবিষয় হয় এ সাবজেক্টকে ঘিরে।

3 thoughts on “রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রিভিউ : যা জানা দরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *