চ্যারিটিভিত্তিক বিতর্ক টুর্নামেন্ট দ্বিতীয় ইকারাস ইন্টার ক্লাব এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতায় আমন্ত্রিত বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক- আলাওল হল বিতর্ক সংসদের সাধারণ সম্পাদক ও লোকপ্রশাসন বিতর্ক সংঘ-চবি এর সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের (নিলয়)। গত ৬ ও ৭ই মে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় আমন্ত্রিত বিচারকবৃন্দের মধ্য হতে সর্বোচ্চ মার্ক পেয়ে তিনি শীর্ষ আমন্ত্রিত বিচারকের এই খেতাবটি অর্জন করে নেন। এর আগেও ক্লাশ অব ফ্রেমস, সিএসডিসি মিক্সআপ ১.০, আইজিজিএসসিডিসি মিক্সআপ ২০২১ এই বিতর্ক টুর্নামেন্টগুলোতেও সর্বোচ্চ মার্ক পেয়ে শ্রেষ্ঠ আমন্ত্রিত বিচারক নির্বাচিত হন তিনি।

৪০টি বিতর্ক ক্লাব দলের অংশগ্রহণে তিন রাউন্ডের প্রিলিমিনারি ও কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনালের মাধ্যমে এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন ক্লাব এখানে অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতা থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই ব্যয় করা হবে গৃহহীন ও দরিদ্র মানুষের মধ্যে।