জার্নালিজম সাবজেক্ট রিভিউ

নূমায়ের খালিদ

সাংবাদিকতা শব্দটির সাথে পরিচিত নয় এমন কেউ থাকার কথা নয়। আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে এই সাংবাদিকতা। প্রত্যক্ষ ,পরোক্ষ নানাভাবেই প্রভাবিত হচ্ছি এর দ্বারা। যুগের পরিবর্তনে সাংবাদিকতা নানা মাধ্যম সৃষ্টি হয়েছে। টেলিভিশন চ্যানেল, সংবাদ পত্র, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টাল তবে এখন সবচেয়ে বেশী প্রচলিত মাল্টিমিডিয়া জার্নালিজম।

আর বিভাগটির নাম শুধু সাংবাদিকতা নয় এর সাথে যুক্ত আছে যোগাযোগ নামক আরেকটি বিষয়। যদিও বাহিরের দেশগুলোতে যোগাযোগ আলাদা করে পড়ানো হয়, কিন্তু আমাদের দেশে সাংবাদিকতার সাথে সংযুক্ত করে পড়ানো হয়। এটিও সাংবাদিকতা বিভাগের চেয়ে কোন অংশেই কম নয় বরং এরচেয়েও মজার একটি সাবজেক্ট। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনের সাথে যোগাযোগ ওতপ্রোতভাবে জড়িত ।আমরা এইখানে যোগাযোগের নানাদিক সম্পর্কে জানতে পারবো।

জার্নালিজম সাবজেক্টের প্রকৃতি

ডিগ্রির মান:BSS
কোর্স:অনার্স,মাস্টার্স,এমফিল,পিএইচডি
মেয়াদ:৪ বছর(অনার্স)
সেমিস্টার/ইয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী

জার্নালিজম বা গণযোগাযোগ ও সাংবাদিকতা কেন পড়বো

সমাজ, রাজনীতি, ধর্মে মিডিয়া কিভাবে প্রভাব বিস্তার করে। কিভাবে জনসচেতনা সৃষ্টি করতে সাহায্য করে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সাংবাদিকতা রাষ্ট্র বিনির্মাণে কিভাবে ভূমিকা রাখে। এছাড়াও যোগাযোগের মাধ্যমে আমাদের সম্পর্ক, একে অন্যের সাথে যোগাযোগের প্রকার, প্রকৃতি জানতে সহায়তা করবে। যা জীবনে চলার জন্য জরুরী।

জার্নালিজমে কি কি কোর্স পড়ানো হয়

বিশ্ববিদ্যালয় ভেদে স্নাতকের কোর্সের কিছুটা হেরফের হতেই পারে৷ নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমের স্নাতকের কোর্সগুলোর একটি নমুনা দেয়া হলো।

১ম বর্ষের কোর্স

Concept of communication

Concept of Journalism

Mass Media in Bangladesh

Bangladeshi Culture

Media news Writing in English

Media news Writing in Bangla

ICT Skill

Concept of Psychology

Functional English

২য় বর্ষের কোর্স

News Gathering and writing (theory)

News Gathering and writing (practical)

News Editing (Theory)

News Editing (practical)

Interpersonal communication

Broadcast Journalism (theory)

Broadcast Journalism (practical)

Media And contemporary affair

Economic and process and Institution

Social and Political process and Institution

জার্নালিজম বই
                                                                                                 জার্নালিজমের পাঠ্য বই

৩য় বর্ষের কোর্স 

Multimedia Reporting (theory)

Multimedia Reporting (practical)

Multimedia Editing (theory)

Multimedia Editing (practical)

Media Law and ethics

Organizational and public communication

Mass communication

News Media Technology

Static for communication Research

৪র্থ বর্ষের কোর্স

Communication and Media Research

Media, Society, and Culture

Development communication

Global Media and International communication (optional)

Media Economics and Management

Depth Reporting

Creative Editing and Newspaper Design

Multimedia publishing

Editorial, Feature, and column writing

Magazine Editing and production

Photojournalism

Sociology of communication

Political Communication

Public relation

Business communication

Development Support and strategic Communication

Media, Peace, and Conflict

Communication and presentation skill

Communication research monograph

Internship

Comprehensive

জার্নালিজমে উচ্চশিক্ষার সুযোগ

পৃথিবীর খুব কম দেশেই এদেশের উচ্চ শিক্ষার সুযোগ নেই। একটু চেষ্টা করলেই এ সাবজেক্টে পড়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায়। প্রচুর শিক্ষার্থী যাচ্ছেনও। যোগাযোগ ও সাংবাদিকতা উভয় ক্ষেত্রেই ভালো স্কলারশিপ পাওয়া যায় এতে। ইউরোপ আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই স্কলারশিপ প্রদান করে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য।

জার্নালিজমে ক্যারিয়ার গড়ার সুযোগ

জার্নালিজমে ক্যারিয়ার
                                                                         জার্নালিজমে ক্যারিয়ার

মেইনস্ট্রিম জার্নালিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ তো রয়েছেই জার্নালিজমে। যদি সাংবাদিক হওয়ার ইচ্ছা থাকে তাহলে এই বিভাগ তো অবশ্যই প্রাধান্য পাবে। তবে সাংবাদিকতায় পড়ে শুধু সাংবাদিকতাই করা যাবে এমন ভাবার কারণ নেই। এ বিভাগ থেকে বের হয়ে যেকোন সেক্টরে যাওয়া যেতে পারে। যেকোন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ বিভাগে এই বিভাগের শিক্ষার্থীদের জন্য সুযোগ রয়েছে।এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন এনজিও, ব্যাংকে এখান থেকে যাওয়া যেতে পারে। আর সরকারি চাকরির ক্ষেত্রে এই বাজারে সবার সমান সুযোগ তো মিলছেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *