ছাত্ররাজনীতি ডেস্ক
বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার কমিটির জন্য আগামী ২৪ ফেব্রুয়ারীকে সম্ভাব্য চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
গত ১৭ তারিখ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল- নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কর্তৃক সাক্ষরিত প্যাডে এ ঘোষণা দেয়া হয়। পরে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দকে সম্মেলন আয়োজন করবার নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য ২০১৪ সালে শেষ রকি কুমার ঘোষকে সভাপতি ও মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক করে কমিটি করে কেন্দ্রীয় ছাত্রলীগ। দীর্ঘ বিরতির পর আবার নতুন কমিটি ঘোষণা দিতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
❤️❤️❤️