হজ করা হচ্ছে না বাংলাদেশি মুসল্লিদের

মহামারি করোনাভাইরাসের মধ্যে এবারও বাইরের কোনো দেশ থেকে মুসল্লিরা সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যেতে পারবেন না। ফলে অন্য সব দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ এবার হজ পালন করতে পারবেন না।

আজ শনিবার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘সৌদি আরব সরকার জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও (১৪৪২ হিজরি, ইংরেজি ২০২১ খ্রিস্টাব্দ) সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে যাত্রীরা হজের সুযোগ পাবেন না।’

সচিবালয় থেকে ভিডিওবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে  সীমিত আকারে হজ পালিত হবে।’

গতবারও অভ্যন্তরীণভাবে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে গত বছর এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার কথা থাকলেও কেউ যেতে পারেননি। হিজরি সালের জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *