স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে, পাখির ডানায় বিছানো পাখনায় আমার সুপ্ত ইচ্ছে,

স্বাধীনতা মানে, শান্ত নদীর মতো বয়ে চলা কোনো এক সাগর পানে।

স্বাধীনতা মানে, লাটাই ছেঁড়া আকাশে উড়ন্ত ঘুরির শনশন ধ্বনি,

স্বাধীনতা মানে, “আমি তোমার তুমি আমার” এই প্রবাদ বুঝি।

স্বাধীনতা মানে, পরাগকেশরের উন্মুক্ত বেড়ে উঠা,

স্বাধীনতা মানে, ঝর্ণার জলে ভেসে যাওয়া সাদা ফেনা।

স্বাধীনতা মানে, পাট-মূলে বাঁধা কুঁড়েঘরে এসে ঘুমানোর আয়োজন,

স্বাধীনতা মানে, সবাই সবার, সবে সবার প্রয়োজন।

স্বাধীনতা মানে, আমার দেশের শ্রমিকের হাতে প্রাপ্য, 

স্বাধীনতা মানে, কৃষকের হাসি, কৃষাণীর ঘরে ধান্য।

স্বাধীনতা মানে, প্রতিবাদ আর বলিষ্ঠ কণ্ঠের স্বর,

স্বাধীনতা মানে, ন্যায্যাধিকার, কে নারী বা কে নর। 

স্বাধীনতা মানে, আকাশে-বাতাসে ঊর্ধ্বশ্বাসের ধ্বনি,

স্বাধীনতা মানে, ছোট্ট শিশুটির কাঁদামাখা মুখের হাসি।

স্বাধীনতা মানে, শীতের রাতে বস্ত্রহীনা মায়ের কোলজুড়ে বস্ত্রের পাহাড়,

স্বাধীনতা মানে, পদ্মহাসি মুখে ভাঙা ঘরে শোয়া, ঐ বাবার।

স্বাধীনতা মানে, পথে ছেলে হারাবার দুশ্চিন্তাহীন মা,

স্বাধীনতা মানে, আমার বোনের নিরাপদে বাড়ি ফেরা।

স্বাধীনতা মানে, লাউয়ের ডগা, কলমিলতার অবারিত বিচরণ, 

স্বাধীনতা মানে, ছোট্ট টুনটুনিটির আমার কাঁধে এসে আরোহন।

স্বাধীনতা মানে, পিঁপড়ার মৃত্যুতেও চোখে শোকের জল,  

স্বাধীনতা মানে, প্রজাপতির ডানায় মুগ্ধ চক্ষুযুগল।

স্বাধীনতা মানে, আজানের ধ্বনি, সকালে কুরানের সুর,

স্বাধীনতা মানে, পাখা মেলে উড়া, দিগন্ত বহুদূর।

স্বাধীনতা মানে, গালে এসে বসা প্রজাপতিটির চুমো,

স্বাধীনতা মানে, সাহস করে ছুটা, পারি দেব নীলাম্বু।

স্বাধীনতা মানে, শাড়ি পরে বধূ সাজা বালিকাটির মুখে লজ্জার হাসি,

স্বাধীনতা মানে, বন্য ময়ূরের পেখম মেলে নেচে যাওয়া অরণ্যানি।

স্বাধীনতা মানে, বিলের জলে সাদা রাজহাসটির লাল পায়ের অবিরাম নাচন,

স্বাধীনতা মানে, পৃথিবীতে আরো একটি দিন বেঁচে থাকার ভূষণ।


রেদ্ওয়ান আহমদ

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *