আন্তর্জাতিক ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় এক সিরিয়াল ধর্ষককে শতাধিক অভিযোগে ১ হাজার ৮৮ বছরের সাজা দিয়েছে হাইকোর্ট। ২৯ মে (বৃহস্পতিবার) দেশটির নর্থ ঘাউটেং হাইকোর্টের বিচারপতি পেপি মোসোপা এই ঐতিহাসিক রায় প্রদান করেন।
দণ্ডিত সিরিয়াল ধর্ষক সেলো আব্রাম ম্যাপোনিয়া (৩৩) রাজধানী প্রিটোরিয়া ও আশপাশের এলাকাগুলোতে গত পাঁচবছরে অর্ধশতাধিক নারীকে ধর্ষণ, ছিনতাই-ডাকাতি, ভাঙচুর, মানুষকে মারধর করে আহত করার প্রায় শতাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এই সাজা দেওয়া হয়।