নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী আহমেদ কাওছার বর্ষ সেরা বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন। ভারতের ইন্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজম্যন্ট কর্তৃক আয়োজিত সাম্মিটে হাজারো বিজ্ঞানী কে হারিয়ে সেরাদের সেরা হন এ তরুন। উক্ত ইন্সটিটিউট থেকে ২০ টি ক্যাটগরিতে ১০০ জনকে পুরষ্কৃত করা হয়।
বুধবার সকাল ১১ টায় শ্রেষ্ঠ বিজ্ঞানী হওয়ার কৃতিত্ব অর্জনের কথা জানতে পেরে ছাত্রবার্তাকে জানান নোবিপ্রবির সাবেক এ শিক্ষার্থী।
তিনি বলেন, খুব অবাক হয়েছিলাম,আমি কখনো ভাবিনি আমি সায়েন্সটিস্ট অফ দা ইয়ার এয়ার্ড টি পাব । কারণ সেখানে যারা আমার সাথে কম্পিট করতেছিল তারা বেশিরভাগ বড় বড় বিজ্ঞানী, প্রেফেসর, গবেষক। আর সবার অভিজ্ঞতা ২০/৩০ বছর এর বেশি। যা আমার বয়েসের চাইতেও বেশি।
উল্লেখ্য এটি আহমেদ কাওছারের সপ্তম ইন্টার ন্যাশনাল ও সর্বমোট ১১ তম এয়ার্ড,কাওছার মুলত আর্টিফিশায়াল ইন্টিল্যাজেন্স নিয়ে কাজ করে। তার বর্তমানে ৪১ টি গবেষণা রয়েছে,এ ছাড়া পিএইচডি গবেষণা জন্যর জন্যও যুক্তরাষ্ট্র থেকে স্কলারশিপ পেয়েছেন তিনি