জাবি প্রতিনিধি
‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগান দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে ফেলছেন জাবি শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের আবাসিক হল খোলা নিয়ে দেয়া আল্টিমেটাম শেষ হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত দেয়া আল্টিমেটামের পর এই পদক্ষেপে গেলেন শিক্ষার্থীরা।
জাবি প্রতিনিধি জানান, স্লোগান দিয়ে আল বেরুনী হলের তালা ভাঙ্গতে দেখা গেছে। তবে তাঁরা হলের ভেতরে প্রবেশ করেননি। এরপর সাড়ে ১২টার দিকে ফজিলাতুন্নেছা হলের তালাও ভাঙ্গতে দেখা গেছে। এভাবে একের পর এক তারা সব হলের তালা ভেঙে ফেলছেন।
এ বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ বলেন, “এ মুহূর্তে সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় ও হল খোলার অভিপ্রায় নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করছি।”