ডেস্ক রিপোর্টঃ
সব দল নয়, আগে নিজের দলের ঐক্য প্রতিষ্ঠা করতে বিএনপিকে অনুরোধ জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (২৯ মে) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ অনুরোধ জানান।
তিনি বলেন, বিএনপির নেতারা নাকি বলেছেন অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির জন্মই অগণতান্ত্রিকভাবে, বিএনপি যে অবৈধভাবে জন্ম লাভ করেছে-তা হাইকোর্টের রায়েও বলা হয়েছে। যে দলের জন্মই অবৈধ, সে আবার অন্যের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, এটি সত্যিই হাস্যকর।
ড. হাছান মাহমুদ বলেন, আমাদের রাঙ্গুনিয়ায়ও দেখুন বিএনপি তিনভাগে বিভক্ত। কেন্দ্রীয়ভাবেও বিএনপির এক নেতা এক কথা বলেন, কিছুক্ষণ পর আরেক নেতা আরেক কথা বলেন। তাদের নিজেদের মধ্যেও ঐক্য নেই। আবার তারা সব দলের ঐক্যের কথা বলে।