লেবু বিক্রি হচ্ছে কেজি হিসেবে

তরমুজ নিয়ে গত কয়েক সপ্তাহ কারসাজি চলছিলো বিভিন্ন হাটে-বাজারে। তরমুজ কেজিতে বিক্রির কারণে নানা আলোচনা সমালোচনা হয়ে শেষমেশ তরমুজ বাজার বর্তমানে ঠিক হয়েছে।

তরমুজের পর এবার লেবুর কপালে শনি লেগেছে।
আমরা জানি মূলত লেবু বিক্রি হয় হালি বা পিস হিসেবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এবার লেবু বিক্রি হচ্ছে কেজি হিসেবে। এর কারণ হিসেবে বিক্রেতারা জানিয়েছেন লেবুর দাম খুবই কম, আর এটির চাহিদা থাকলেও উৎপাদন ভালো। তাই বস্তায় বস্তায় লেবু কিনে খুচরাভাবে বিক্রি করতে কেজিকেই বেছে নিয়েছেন বিক্রেতারা।

 

তরমুজ কেজিতে বিক্রির কারণ ছিলো উৎপাদন কম ও বাজার সিন্ডিকেট। কিন্তু লেবু কেজিতে বিক্রির পেছনে বাজার সিন্ডিকেটের কোনো হাত নেই। বরং লেবুর উৎপাদন বেশির কারণে হালির জায়গায় কেজিতে বিক্রি হচ্ছে বলে জানান তারা।
শনিবার (২৯ মে) বিকেলে আশুলিয়ার নরসিংহপুরের উত্তর গোমাইল এলাকায় ভ্যান দিয়ে লেবু বোঝোই করে বিক্রি করতে দেখা গেছে আবু বক্কর সিদ্দিক নামের এক খুচরা বিক্রেতাকে।

আবু বক্কর সিদ্দিক বিভিন্ন সড়ক দিয়ে ভ্যানে করে হাঁক-ডাক দিয়ে কেজি দরে লেবু বিক্রি করেন। ক্রেতা সমাগম করতে তিনি বলছেন, লেবুর কেজি ২৫। হালির দিন শেষ। আসেন নিয়ে যান। মাত্র ২৫ টাকা! ২৫ টাকা!। তার এমন হাঁক-ডাক শুনে গৃহবধূসহ অনেকেই আসেন লেবু কিনতে। হালির তুলনায় কেজিতে লেবু বেশি হওয়ায় লেবু কিনতে তাকে ঘিরে ধরেন ক্রেতারা।

ভ্যানটির সামনে গিয়ে কথা হয় আবু বক্কর সিদ্দিকের সঙ্গে। তিনি বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে গত বছর আশুলিয়ায় এসেছেন। এখানে ছয়তলা এলাকায় থেকে ভ্যানে করে সবজি বিক্রি করেন। তবে গত দুই দিন থেকে তিনি তার ভ্যানে করে সবজির বদলে লেবু বিক্রি শুরু করেছেন। তবে হালি হিসেবে নয় লেবু বিক্রি করছেন কেজি দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *