স্পোর্টস ডেস্কঃ
বিষয়টার জানা গিয়েছিল সেই জানুয়ারিতেই। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা, ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ডেভিড আলাবা।
গতকাল শুক্রবার ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টানার কথা ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। তবে এখনই দলে যোগ দিচ্ছেন না তিনি। আগামী ৩০ জুন শেষ হয়ে যাবে বায়ার্নের সঙ্গে তার চুক্তি। এরপরই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। ইউরো ২০২১ এরপর হবে ক্লাবের সঙ্গে তার পরিচয় পর্ব।
গত জানুয়ারিতেই স্কাই স্পোর্টস, স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কাসহ শীর্ষস্থানীয় ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা হয়ে গেছে। এখন কেবল বাকি আনুষ্ঠানিকতা