প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি
যুক্তরাষ্ট্রের ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লন্ডন থেকে বাকিংহাম প্যালেস মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই খবর জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ৯৯ বছর বয়সী এই যুবরাজকে লন্ডনের রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্যালেসের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, তিনি গাড়িতে করে হাসপাতালে গিয়েছেন, এবং তার চিকিৎসকের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়েছিল। সেই সূত্র আরো জানিয়েছে যে ডিউক এখন ‘প্রফুল্ল চিত্তে’ রয়েছেন।
সূত্রটি যোগ করেছে, প্রিন্স ফিলিপ বেশ কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন, তবে এটি করোনাভাইরাস সম্পর্কিত নয়।
২০১৯ সালের ডিসেম্বরে, চার রাত রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডিউক, যেখানে তাকে একটি ‘পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে ভর্তি করা হয়েছিল।
সূত্র: বিবিসি