নতুন জেলা প্রশাসক পেল ১২ জেলা

১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।  সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। জেলাগুলোর মধ্যে রয়েছে খুলনা, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোর।

আদেশে জানানো হয়েছে, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনায়, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. মোমিনুর রশিদ শেরপুরে, আইনমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনীতে, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁওয়ে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিশ্বাস রাসেল হোসেন পাবনায় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন পটুয়াখালীতে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ মানিকগঞ্জে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান নরসিংদীতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. জহুরুল ইসলাম পঞ্চগড়ে, পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদ নাটোরে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল মুন্সিগঞ্জের জেলা প্রশাসক হয়েছেন।

অপরদিকে নাটোরের ডিসি মো. শাহরিয়াজকে সুরক্ষা সেবা বিভাগে, পটুয়াখালীর ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরী জননিরাপত্তা বিভাগে, ফেনীর ডিসি মো. ওয়াহিদুজ্জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ে, শেরপুরের ডিসি আনার কলি মাহবুবকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইনকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেনকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, পাবনার ডিসি কবির মাহমুদকে ভূমি মন্ত্রণালয়ে, সাতক্ষীরার ডিসি এস এম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব পদে এবং পঞ্চগড়ের ডিসি সাবিনা ইয়াসমিনকে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌসকে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। আর বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *