চবি ববির পর এবার জাবিতে ছাত্রদের উপর হামলা

ছাত্রবার্তা ডেস্ক 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার রেশ এখনো না কাটতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

আরো জানুন অবরোধ তুলে নিয়েছেন ববি শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি


জানা যায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের এলাকা গেরুয়ায় এ হামলার ঘটনা ঘটে। সংবাদ লেখাকালেও দফায় দফায় সংঘর্ষ থেমে থেমে চলছিলো।
শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় এলাকাবাসী শিক্ষার্থীদের ওপর এ হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত জাবি শিক্ষার্থী
আহত জাবি শিক্ষার্থী

স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে স্থানীয়দের সঙ্গে জাবি শিক্ষার্থীদের  দ্বন্দ্বে সৃষ্টি হয়। এরই জের ধরে শুক্রবার স্থানীয়রা ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া বাজারে শিক্ষার্থীদের মেসে হামলা চালায়। পাশাপাশি তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হয়ে এহামলা করে।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যসূত্রে জানা যায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের জাবি মেডিকেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তিনটি মোটরসাইকেল ভাংচুরও করা হয়েছে।


পরে খবর পেয়ে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে। আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানাতে পারব। আমরা ফোর্স বৃদ্ধি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানান, পরিস্থিতি আগের চেয়ে এখন অনেকটা স্বাভাবিক। যারা বিভিন্ন বাসায় আটকা পড়েছে তাদের উদ্ধার করার চেষ্টা করছি। এছাড়া ঘটনাস্থলে পুলিশ ও এসেছে। আমরা তাদের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”


প্রসঙ্গত, এর আগে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে রূপাতলীর মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া পরদিন (১৮ ফেব্রুয়ারী) চবিতেও বহিরাগতদের আক্রমণের শিকার হন আনিস অভি নামের এক ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *