চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় শ্বাসরোধে স্ত্রী লাভলী আক্তারকে (২২) হত্যার অভিযোগে করা মামলায় স্বামী শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার কচুয়া থানার পুলিশ তাকে চাঁদপুরের আদালতে সোপর্দ করে। এরপর ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তাঁকে জেলখানায় পাঠানো হয়।
কচুয়া থানা সূত্রে পুলিশ জানায়, কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামের লাভলী আক্তারের সঙ্গে পাঁচ বছর আগে একই উপজেলার মনপুরা গ্রামের শাহাদাত হোসেনের বিয়ে হয়। এরপর থেকে তাঁরা ঢাকায় থাকতেন। কয়েক মাস ধরে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। গত রোববার লাভলী ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু ওইদিন সন্ধ্যার পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যেতে থাকে।
পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন লাভলীর মৃতদেহ কচুয়া উপজেলার বাচাইয়া ব্রিকফিল্ডের দক্ষিণ পাশে একটি মাঠে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর নিশ্চিত হয়, এটি লাভলীর লাশ। পরদিন মঙ্গলবার পুলিশ তাঁর স্বামী শাহাদাত হোসেনকে আটক করলে জিজ্ঞাসাবাদে তিনি লাভলীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন।
এ ঘটনায় গতকাল লাভলীর মা বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন।