চবি প্রতিনিধি
খাবারের মান নিয়ে বরাবর অসন্তুষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ হোটেল ও ক্যান্টিনগুলোর খাবারের মান বরাবরই আশানুরূপ না হওয়ায় বিপাকে পড়তে হয় অসংখ্য শিক্ষার্থীকেই। এই বিষয়টিকেই মাথায় রেখে তিন চবি শিক্ষার্থী একটি বিজনেস স্টার্টআপ নিয়ে নেমেছেন।
ইতিহাস বিভাগের মাসরুর ইশরাক, প্রাণীবিদ্যা বিভাগের সাবিরা আহমেদ সারা ও একই বিভাগের সায়েমা জাহান মিলে এ উদ্যোগ গ্রহণ করেন। তারা নিজেরা মিলে ঘরোয়া পরিবেশে রান্না করে তারা হোম ডেলিভারি সার্ভিসটি চালু করবেন বলে জানিয়েছেন। ১৯ ফেব্রুয়ারী থেকে সেবাটি আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মাসরুর ইশরাক বলেন, “নিজেই আশানুরূপ খাবারের মানহীনতার জন্য অনেক সমস্যায় পড়েছি। একই অবস্থা বাকিদেরও। সেই জায়গা থেকে উত্তরণ এবং সাথে সাথে একটা বিজনেস স্টার্টআপকে তাই সমন্বয় করা। এখানে প্রতিদিনের মেন্যু সিলেক্ট করে ছাত্ররা অর্ডার করতে পারবেন এবং ইউনিভার্সিটির মধ্যে ডেলিভারি চার্জ নেই কোনো।”