প্রেসিডেন্ট নির্বাচনে ৯৫ শতাংশের বেশি ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে তার দল
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বুধবারের ভোটের পর বৃহস্পতিবার ফল ঘোষণা করেন সিরীয় পার্লামেন্টের প্রধান হামুদা সাবাগ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় দেড় কোটি মানুষের দেশটিতে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড ৭৮ শতাংশের বেশি।
জয়ের প্রতিক্রিয়ায় আসাদ সরকারের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে ভোটার উপস্থিতি ও ফল প্রকাশের পর এটা স্পষ্ট যে এক দশকের বহুমুখী সংঘাতের মধ্যেও দেশ ঠিকভাবেই চলেছে।
গৃহযুদ্ধ, জঙ্গিগোষ্ঠী আইএসের ধ্বংসযজ্ঞ ও পরবর্তীতে বিভিন্ন বহিঃশক্তির রণক্ষেত্রে পরিণত হয়েছে সিরিয়া।
২০১১ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে দেশটিতে চার থেকে ছয় লাখ মানুষের প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন পক্ষের তথ্যে উল্লেখ রয়েছে। গৃহহীন হয়েছেন এক কোটি ১০ লাখের বেশি মানুষ; অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।
সিরিয়ার বিরোধী দলগুলো, জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ভোট জালিয়াতি করে সরকারের মেয়াদ বাড়িয়েছেন আসাদ।