চলমান করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। কয়েক দফায় প্রস্তুতি নিলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। এই অবস্থায় পরীক্ষার বিকল্প নিয়ে চিন্তার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে শেষ পর্যন্ত পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের গ্রেড দিতে চায় মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করতে চায় তারা। এজন্য শিক্ষা বোর্ডগুলোকে সব রকমের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে কোনো কারণে যদি পরীক্ষা আয়োজন করা সম্ভব না হয়; তখন বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
সূত্র জানায়, এই মুহূর্তে পরীক্ষার বিকল্প কোনো কিছু ভাবেনি মন্ত্রণালয়। তবে শিগগিরই এই বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে পরীক্ষার বিকল্প নিয়ে আলোচনা করা হবে। বিকল্প মূল্যায়ন পদ্ধতি ঠিক হলেও সেটি প্রকাশ করবে না মন্ত্রণালয়।